জাতীয় ডেস্ক ।। এক পদ, এক পেনশন (ওআরওপি) ইস্যুতে আন্দোলনকারী আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর পাশে দাঁড়াতে যন্তর মন্তরে মিছিল করার সময় ফের আটক রাহুল গাঁধী। আটক করা হয়নি, পাল্টা দাবি দিল্লি পুলিশের। রাহুল এদিন সন্ধ্যায় মোমবাতি মিছিলে যোগ দেন। গতকাল সেনাবাহিনীতে এক পদ, এক পেনশন নীতি চালুর ইস্যুতে প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যা নিয়ে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচির উদ্যোক্তা ছিল দিল্লি কংগ্রেস। যন্তর মন্তর থেকে ইন্ডিয়া গেটের দিকে মিছিল যাওয়ার সময় পুলিশকর্মীরা তাঁকে বাধা দিয়ে ভ্যানে তুলে নিয়ে চলে যান। তাঁকে ফিরোজ শাহ রোডের এক জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ। কংগ্রেস সহ সভাপতি এ নিয়ে ট্যুইট করেন, দিল্লি পুলিশ আটকে দিয়েছে। যন্তর মন্তর থেকে নিয়ে যাওয়া হয়েছে আমায়। সাংবাদিকদের বলেন, আমার শুধু এটাই বলার যে, ওই প্রাক্তন জওয়ানের পরিবারের সঙ্গে অন্যায় করা হয়েছে। এতে সেনার মনোবল মার খেতে পারে। অন্তত ওই পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিক পুলিশ। গতকাল রাহুল রাম কিষেণ গ্রেওয়াল নামে আত্মঘাতী অবসরপ্রাপ্ত সমরকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে দু বার বাধা পান। তাঁকে আটক করে পুলিশ। তবে পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। এদিন রাহুলকে আটক করার কারণ সম্পর্কে অবশ্য পুলিশের দাবি, যেভাবে যন্তর মন্তরে লোকের ভিড় বাড়ছিল, তাতে তাঁর নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা থাকায় তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এটা আটক করা নয়।