আগরতলা, ০৩ নভেম্বর ।। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষক নিয়োগ সম্পর্কিত সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার (এস টি জি টি) এবং সিলেকশন টেস্ট ফর পোষ্ট গ্র্যাজুয়েট টিচার (এস টি পি জি টি) শীর্ষক পরীক্ষা আগামী ২০ নভেম্বর হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে। টিচার্স রিক্রুটমেন্টস বোর্ড, ত্রিপুরা (টি আর বি টি) এর পরীক্ষা নিয়ামক প্রত্যুষ রঞ্জন দেব বৃহস্পতিবার এক প্রেস রিলিজে জানিয়েছেন, আগামী ২০ নভেম্বর, ২০১৬ (রবিবার) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, রাজ্য বিধানসভার উপনির্বাচনের কারনে পূর্ব নির্ধারিত তারিখে এই পরীক্ষা হবেনা। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচী যথা সময়ে বিজ্ঞাপিত করা হবে। সকল পরীক্ষার্থীকে বোর্ডের ওয়েবসাইট www.trb.tripura.gov.in এ নিয়মিত নজর রাখতেও প্রেস রিলিজে অনুরোধ জানানো হয়েছে।