নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর ।। আগামী ১৯শে নভেম্বর রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ৪-বরজলা এবং ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সবকটি রাজনৈতিকদলই জোড় প্রচার চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের তৃনমূলের নেতা মন্ত্রীরা রাজ্যে এসে প্রচার করছেন। মঙ্গলবার, তৃনমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে রাজ্যে এলেন টলিউড অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায় এবং টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। নির্বাচনী প্রচারে টলিউড অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায় এবং টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী আগরতলা বিমানবন্দর থেকে হুড খোলা গাড়ীতে করে ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী প্রকাশ চন্দ্র দাসকে সাথে নিয়ে বরজলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথে রোড শো করেন।