সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজার সময় প্রতিবন্ধী দর্শকদের উঠে দাঁড়াতে হবে না – জানাল সুপ্রিম কোর্ট

scজাতীয় ডেস্ক ৷৷ দেশের শীর্ষ আদালত সু্প্রিম কোর্ট জানিয়ে দিল, সিনেমা হলে শো শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাজার সময় প্রতিবন্ধী দর্শকদের তার প্রতি শ্রদ্ধাস্বরূপ উঠে দাঁড়াতে হবে না। জাতীয় সঙ্গীত যখন বাজবে, তখন থিয়েটার হলের দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়ারও দরকার নেই। সম্প্রতি সুপ্রিম কোর্ট বলে, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখালে মাতৃভূমির প্রতি ভক্তি, প্রেম-ভালবাসা, শ্রদ্ধাই ঝরে পড়ে। অতএব জাতীয়তাবোধ, দেশপ্রেমের বোধ, ভাবনা চারিয়ে দিতে দেশজুড়ে সিনেমা হলে ছবির প্রদর্শনী শুরু হওয়ার আগে বাধ্যতামূলক ভাবে জাতীয় সঙ্গীত বাজাতে হবে, উপস্থিত দর্শকদেরও উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। জনৈক শ্যাম নারায়ণ চোকসির দায়ের করা জনস্বার্থ পিটিশনের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। তিনি বলেছিলেন, কীভাবে সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজবে, সে ব্যাপারে নির্দেশিকা চাই। জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করা হোক। শীর্ষ আদালতের নির্দেশ থেকে অব্যাহতি চান কেরলের এক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের এক উদ্যোক্তা। তাঁর দাবি, ১৫০০ বিদেশি অতিথি ওই উত্সবে আসবেন। আদালতের রায় মেনে জাতীয় সঙ্গীত বাজার সময় সবাইকে উঠে দাঁড়াতে হলে তাঁরা অসুবিধায় পড়বেন। সেই আবেদন শুনে বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ প্রতিবন্ধীদের অব্যাহতি দেওয়ার কথা বলে। তবে একইসঙ্গে বলে, শারীরিক প্রতিবন্ধীদেরও কোনও না কোনও ভাবে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখাতে হবে। এ ব্যাপারে ১০ দিনের মধ্যে কেন্দ্র গাইডলাইন বেঁধে দেবে বলে বেঞ্চকে জানান অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*