বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ এপ্রিল ৷৷ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় সড়ক থেকে ৫০০ মিটার দূরে শান্তিরবাজার পুরনো হাসপাতাল সংলগ্ন স্থানে মদের দোকান স্থাপন করতে গিয়ে আন্দোলনের মুখে পড়েন শান্তিরবাজার ফরেন লিকারের দোকানের মালিক। ঐ এলাকায় মদের দোকান স্থানান্তরের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করল এলাকার মহিলারা। সকাল ১০টা থেকে অবরোধ সুরু হয়। দীর্ঘ ১ ঘন্টা ৪৫ মিনিট অবরোধ চলার পর মহকুমা শাসক এসে মদের দোকানের মালিককে ডেকে এনে আজ থেকে দোকান বন্ধের নির্দেশ দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।