গোপাল সিং, খোয়াই, ০৭ জুন ৷৷ ৫ই মে বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে রবিবার সকাল ১১টায় খোয়াই পুরাতন টাউন হলে খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ‘ক্লাইমেট চেইঞ্জ’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর এক সচেতনতামূলক আলোচনা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান শুক্লা সেনগুপ্ত। চিলেন শিক্ষক তপন দাস সহ অন্যান্য অতিথিরা। আলোচনাচক্রে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।