রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়ল ৯৯ শতাংশ, ভোট দিলেন প্রধানমন্ত্রী

pmজাতীয় ডেস্ক ৷৷ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার শাসক ও বিরোধী—জয় নিয়ে আশাবাদী উভয় শিবিরই। একদিকে, বিজেপি যেমন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের জয়ের বিষয়ে নিশ্চিত। উল্টোদিকে, মীরা কুমারকে সেরা পছন্দ হিসেবে চিহ্নিত করেছে বিরোধীরা। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, কোবিন্দজি নিশ্চিতভাবে এবং সহজ ব্যবধানেই জিতবেন। আরেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, কোবিন্দ যে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি যোগ করেন, সহমতে হলে ভাল হতো। যদিও এখন সব অতীত। তবে, কোবিন্দ যে সততার সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, সেই নিয়ে কোনও সন্দেহ নেই বেঙ্কাইয়ার মনে। অন্যদিকে, রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, কোবিন্দ ও মীরার মধ্যে লড়াই আদতে হল ‘নীতিগত’। তাঁর দাবি, মীরা কুমারই সকলের পছন্দ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদের জন্য মীরা কুমারই সেরা বিকল্প। তিনি বলেন, যিনি রাষ্ট্রপতি হবেন, তাঁর এমন নীতি হওয়া উচিত যে, সকলেই তাঁর কাছে সমান হবেন। সেই দিক দিয়ে মীরা কুমারই সেরা পছন্দ। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি ও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে মনে করেন, সাংসদ ও বিধায়কদের উচিত নিজেদের বিবেকের কথা শুনে ভোট দেওয়া। টুইটারে ইয়েচুরি লেখেন, আশা করি ইলেক্টোরাল কলেজ ভারতের সংবিধানের পালনকর্তাকে ভেবেচিন্তেই বেছে নেবেন। মল্লিকার্জুন খাড়্গে বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, তাই লড়ছি। সকল ভোটারদের উচিত নিজেদের বিবেকের কথা শুনে ভোট দেওয়া। এদিকে, এদিন নির্বাচনের পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার তথা লোকসভার মহাসচিব অনুপ মিশ্র জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রায় ৯৯ শতাংশ ভোট পড়েছে। তিনি বলেন, সংসদের দুই কক্ষের মিলিত অনুমোদিত শক্তি ৭৭৬। এর মধ্যে ৭৭১ জন ভোট দিয়েছেন। আগামী ২০ তারিখ জানা যাবে, রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দা কে হবেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*