আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট ৷৷ যথাযোগ্য মর্যাদায় রাজ্যের জনজাতির অন্যতম প্রধান ককবরক ভাষার কিংবদন্তী সাহিত্যিক সুধন্য দেববর্মার প্রয়াণ দিবস পালিত হয় আগরতলা টাউন হলে। সোমবার ককবরক সাহিত্য একাডেমীর উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ককবরক সাহিত্যের অন্যতম প্রতিষ্ঠিত লেখক নন্দন কুমার দেববর্মা, চন্দ্রকান্ত মুড়াসিং, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ককবরক ভাষা বিভাগের অধ্যাপিকা মৃণালিনী জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রয়াত সাহিত্যিকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।