আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন ৷। করোনা পরিস্থিতিতে সংক্রমন ঠেকাতে সরকারী নির্দেশে এবছর হল না রথযাত্রা উৎসব। ধর্মীয় রীতিনীতি মেনে মন্দিরের ভেতর পূজো হলেও রাস্তায় বেড় হয়নি রথ। মঙ্গলবার রাজধানীর জগন্নাথ জীউ মন্দির, ইস্কন মন্দিরে ভক্তরা রথের টানে ছুটে এলেও দূর থেকে প্রনাম করেই একপ্রকার নিরাশ হয়ে ফিরতে হয়েছে। মেলাঘরের রথও এবার রাস্তায় বের হয় নি।
তবে শহরে কচিকাঁচারা ছোট রথ বানিয়ে রাস্তায় বের হতে কোনো কসরত করে নি।