আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷। এই মুহুর্তের সবচেয়ে বড় খবর। করোনা আক্রান্ত হলেন রাজ্যের শাসকদলের এক বিজেপি বিধায়ক। তিনি বাগমা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সহ-সভাপতি রামপদ জমাতিয়া। বুধবার রামপদ বাবু সহ উনার সহধর্মিণী ও বাড়ীর আরও ২ জনের দেহে করোনা জীবানু পাওয়া যায়। এদিন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক সোশ্যাল মিডিয়া বার্তায় এই সংবাদ জানান। তিনি জানান, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।