
ঘটনার বিবরণে জানা যায়, টিলা ভূমির সমতল জয়গায় সুখেশ দেববর্মার ঘর ছিল। কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণে মাটি ফাটল ধরে। এদিন সকালে আচমাই ধসে পড়ে ঘরে দেওয়াল। তাদের চারজনকেই বাইজাল বাড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এক সন্তানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাথে সাথেই জিবি হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। এই ঘটনার খবর পেয়েই ছুটে আসে এলাকার বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ ব্লকের কর্মকর্তারা। বিধায়ক প্রশান্ত দেববর্মা জানান, সুকেশ দেববর্মাকে এমন অবস্থায় প্রাথমিক সাহায্যের হাত বাড়িয়ে দেন। পরবর্তী সময়ে উনি ব্লকের কর্মকর্তাদের সাথে কথা বলে সুকেশ দেববর্মাকে প্রধান মন্ত্রী আবাস যোজনার নতুন ঘর দেওয়া হবে বলে জানান।