গোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই ৷। দীর্ঘ চার ঘন্টা পর তালা মুক্ত হলো আমপুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসক বদলীর বিরুদ্ধে খোয়াই মহকুমার খোয়াই থানা এলাকার আমপুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় স্থানীয়রা। তারা জানান, একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলতে হলে নূন্যতম দুই জন চিকিৎসক প্রয়োজন। সেই জায়গায় একজন চিকিৎসককে ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়েছে। আর বর্তমানে থাকা এক জন চিকিৎসককেও বদলি করার প্রতিবাদে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়। পরে বিকাল তিনটা নাগাদ জেলা স্বাস্থ্য আধিকারীকের সবুজ সংকেত পেয়ে স্থানীয়রা স্বাস্থ্য কর্মীদের তালা বন্দি থেকে মুক্তি দেয়।