ত্রিপুরাকে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে ভেটেরিনারির প্রাক্তন কর্মকর্তাদের সঙ্গে মূখ্যমন্ত্রী সাক্ষাৎ

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷। রাজ্যের ভেটেরিনারির প্রাক্তন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার ভেটেরিনারির প্রাক্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মূখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ত্রিপুরাকে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার অভিযানে অংশীদার হওয়ার জন্য, আমার দেওয়া প্রস্তাবকে স্বীকার করে, তারা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।‘ মূখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি যে এই আধিকারিকরা অবসরপ্রাপ্ত নন, অভিজ্ঞ। আমি আত্মবিশ্বাসী যে তাঁদের অভিজ্ঞতা এবং তরুণদের উৎসাহকে পুঁজি করে আমাদের ত্রিপুরা দুধ উৎপাদনে স্বাবলম্বী হবেই।‘
মূখ্যমন্ত্রী আরও বলেন, এর ফলে দুধ এবং দুগ্ধজাত সামগ্রীর জন্য প্রতি বছরে ১১০০ কোটি টাকা রাজ্যের বাইরে যাওয়া বন্ধ করা যাবে। রাজ্য সরকার ২৫টি ক্লাস্টার চিহ্নিত করেছে। যার মধ্যে ২৩টি ব্লক এবং আগরতলা পুর নিগম ও উদয়পুর পুর পরিষদ সংযুক্ত। এই ক্লাস্টারগুলিতে জার্সি গাভীর সংখ্যা প্রায় ১.৫ লক্ষ। ইঞ্জেকশনের মাধ্যমে এই গাভীর সংখ্যা আগামী ৩ বছরে ৩ গুণ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতি ইঞ্জেকশনে ১২০০ টাকা খরচ হবে। গাভীর সংখ্যা বৃদ্ধি করার জন্য অবসরপ্রাপ্ত প্রানী চিকিৎসক ও আধিকারিকগণ স্বেচ্ছায় সেবা প্রদান করবেন। তিনি তাদের প্রতি আহ্বান রেখেছেন যে, তাঁরা যেন নিজেদের প্রতিবেশী ও পরিচিত বেরোজগার যুবক-যুবতীদের উৎসাহ প্রদান করে। যাতে তারা সরকারি এই পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়ে স্বনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে নিজেদের সংকল্প পূরণ করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*