আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ৷। ত্রিপুরা সরকারী ডাক্তার এসোসিয়েশানের পক্ষ্য থেকে রাজ্য ভিত্তিক ডেডিকেটেড কোভিড হাসপাতাল স্থাপন, সকল স্বাস্থ্যকর্মীদের এককালীন ইন্সেন্টিভ দেওয়া, রাজ্যের মহামারী মুহূর্ততে সহজে স্বাস্থ্য পরিষেবা চালানোর জন্য স্টাফ নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মী নিয়োগ করা সহ চার দফা দাবির ভিত্তিতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। শুক্রবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই বৈঠক থেকে সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ রাজেশ চৌধুরী মহামারীর এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মী সহ প্রশাসন ও সাংবাদিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করেছেন সেটা প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের নিজেদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে সচেতন হওয়ার আহ্বান রাখেন এবং নিজেদের ব্যবহারযোগ্য জিনিসপত্রগুলি প্রতিনিয়ত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সচেতন হওয়ার আবেদন রাখেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সহ-সভাপত, সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।