নাবালিকা গণধর্ষণ কান্ড – অসুস্থ নাবালিকার বাড়িতে সস্ত্রীক বনমন্ত্রী ও স্থানীয় বিধায়িকা

rpসাগর দেব, তেলিয়ামুড়া, ২৫ জুলাই ৷। ১৭ বছরের নাবালিকা ধর্ষিতার বাড়িতে সফর করলেন সস্ত্রীক বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এছাড়াও শনিবার তেলিয়ামুড়া এসডিপিও বি জে রেড্ডি ও তেলিয়ামুড়া মহকুমা শাসক নাবালিকা ধর্ষিতার বাড়িতে যান। এদিন একই সময়ে তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা সহ একটি প্রতিনিধি দল নাবালিকা মেয়ের বাড়িতে যান।
বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া এদিন নাবালিকা মেয়ের পরিবারের সাথে কথা বলেন এবং মেয়েটির বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত এই ধর্ষণকাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ। তিনি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে দোষীদের শাস্তির বিধান যাতে হয় সে ধরনের ব্যবস্থা করবেন বলে জানান। তিনি এও জানান, বর্তমান সময়ে এই ঘটনাকে ঘিরে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীসহ সবার কাছে পরিবেশকে সুস্থ এবং শান্ত রাখার আহ্বান রাখেন। বর্তমানে এই পরিবারটি খুব অসহায় অবস্থা। আর্থিক দিক দিয়েও দুর্বল। তাই এই পরিস্থিতিতে পরিবারটি যাতে সরকারের সব সুযোগ সুবিধা পায় সে ব্যবস্থাও তিনি করবেন বলে জানান।
এদিন বিধায়িকা কল্যাণী রায় মেয়েটির সাথে সাক্ষাৎ করেন। বর্তমানে মেয়েটি অসুস্থ তার সমস্ত চিকিৎসার ব্যাপারে কথা বলেন যাতে করে মেয়েটিকে সুস্থ রাখা যায়। তিনি জানান, দিল্লির নির্ভয়া কান্ড দোষীদের চরম শাস্তি ফাঁসি হয়েছিল এক্ষেত্রেও ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া এই ঘটনা নির্ভয়া কান্ডে থেকে কম নয়। যাতে দোষীরা কোন ভাবে পার না পায় এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি যাতে হয় সেটাও তিনি প্রশাসনের নজরে আনেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*