আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগষ্ট ৷। করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ কর্মীদের মতোই সামনের সারি থেকে লড়ে যাচ্ছেন সংবাদ কর্মীরা। তার জন্যই রাজ্যের সাংবাদিকদের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন রবিবার সাংবাদিকদের এন্টিজেন টেস্ট করা হবে। সেই মোতাবেক রবিবার আগরতলা প্রেস ক্লাবে সকালে সাংবাদিকরা এন্টিজেন টেস্ট করান। এদিন যেসব সাংবাদিকদের এন্টিজেন টেস্ট করানো হয়েছিল, তার সব রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়।