উল্লেখ্য, ৪ঠা আগস্ট ভোর ৫টায় শেষ হচ্ছে রাজ্যে জারি করা সম্পূর্ণ লকডাউন। সোমবার ছিল এই লকডাউনের অন্তিম দিন। তবে ৪ঠা আগস্ট ভোর ৫টার পর থেকেই রাজ্যের কন্টেনমেন্ট এলাকা ছারা বাকি এলাকায় ‘আনলক-১’ এবং নাইট কার্ফু জারি থাকবে। কন্টেনমেন্ট এলাকাতে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে ৩১শে আগস্ট ভোর ৫টা পর্যন্ত।