আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগষ্ট ৷। রাজ্যে আরও এক নখত্র পতন। না ফেরার দেশে চলে গেলেন রাজ্যের বিখ্যাত লেখক, গীতিকার, নাট্যকার এবং চিত্র পরিচালক অগ্নি কুমার আচার্য। ১৯৬০ সাতে তাঁরে প্রথম গ্রন্থ প্রকাশিত হয়, নাটকের নাম ছিল ‘যাত্রা হল শুরু’। ১৯৬২ সালে সঙ্গীত রচনা করেন তিনি। আকাশবাণী আগরতলার জন্য অজস্র নাটক, গীতি আলেখ্য তৈরী করেছিলেন তিনি। ১৯৯৩ সালে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যুগ্ম সচিবের দায়িত্ব নিয়েছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। উনার প্রয়াণে শোকাহত সকলেই।