আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২০ সেপ্টেম্বর || বি এস এফ’র হাতে আক্রান্ত ছত্তার মিয়া (৫৫) নামের এক ব্যক্তি ও তার মেয়ে সেলিনা বেগম। ঘটনা শনিবার রাত ১০টা নাগাদ সোনামুড়া থানাধীন কুলুবাড়ী কাজীর টিলা সীমান্ত লাগোয়া গ্রামে। ঘটনা বিবরণে জানা যায়, ১৪৩ নাম্বার ব্যাটেলিয়ানের কর্তব্যরত সীমান্তরক্ষীরা পাচারকারীদের ধাওয়া করে তাদের লাগাল না পেয়ে, সন্দেহ ভাজন ভাবে ছত্তার মিয়ার ঘরে দরজা ভেঙ্গে ঢুকে ছত্তার ও তার মেয়েকে বেধক ভাবে মারধর করে। মেয়ের পড়নের কাপড় ছিড়ে দেয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা এমনি অভিযোগ মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সোনামুড়া থানার পুলিশ। পুলিশ এসে বি এস এফ এর সাথে কথা বলে জানতে পায় বিএসএফকে নাকি গ্ৰামের জনগন ইট পাথর দিয়ে ঢিল ছুড়ে মারে। যদিও এলাকাবাসীরা তাহা অস্বীকার করেন। অন্য দিকে আক্রান্ত দুই জনকে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বরাবরই এমন ঘটনা ঘটছে সীমান্ত এলাকায়। এই নিয়ে চাঞ্চল্য দেখা দেয় এলাকা জুড়ে।