আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০১ অক্টোবর || অন্যান্য বছরের ন্যায় এবছরও আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে তেলিয়ামুড়া মহাকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে মহাকুমার তথ্য সংস্কৃতি দপ্তর, আরক্ষা দপ্তর, অগ্নিনির্বাপক দপ্তর, ব্লক প্রশাসন সহ অন্যান্য আধিকারিক, বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতিতে রাজ্য সরকারের ঘোষিত নিয়ম-নির্দেশিকা গুলি নিয়ে আলোচনা করেন মহাকুমা প্রশাসনের আধিকারিকরা।