বিদ্যালয় পরিদর্শকের উদ্দ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে সোলার লাইট বিরতণ

IMG_20201017_212847বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ অক্টোবর || শান্তিরবাজার ও জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের উদ্দ্যোগে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সোলার লাইট বিরতন করা হয়। শুক্রবার শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৬১টি বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষকদের হাতে ছাত্র-ছাত্রীদের জন্য সোলার লাইট বিরতন করা হয়। রাজ্য সরকার সকলের উন্নয়নের স্বার্থে বিভিন্ন কাজ করে যাচ্ছে। এরমধ্যে ভিষন ডকোমেন্টের পতিশ্রুতির বাইরেও কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। যার ফলশ্রুতি হিসাবে ছাত্র-ছাত্রীদের শিক্ষা লাভের জন্য সোলার লাইট বিতরনের ব্যবস্থা করা হয়। বর্তমানে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে সামান্য ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়। অপরদিকে কিছু জায়গায় প্রতিনিয়ত বিদ্যুৎতের সমস্যা লেগেই থাকে। এতে করে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়। তাই রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে সোলার লাইট বিতরনের ব্যবস্থা করেছেন। ২০১৯ সালে প্রস্তাবিত সোলার লাইট এখন বিতরন করা হচ্ছে। করোনা মহামারির জন্য এত দিন সোলার লাইট বিতরন সম্ভব হয়নি। এখন রাজ্য সরকার সোলার লাইটগুলি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেবার চিন্তা ভাবনা করেছেন। তাই শুক্রবার এক অনুষ্ঠানে মধ্যদিয়ে শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শকের আওতাধীন ৬১টি বিদ্যালয়ের ৭ হাজার ৬০০টি সোলার লাইট বিতরন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬-শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শক দুলাল বিশ্বাস সহ অন্যান্য অতিথীবৃন্দ। অপরদিকে জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের উদ্দ্যোগে জোলাইবাড়ী এম এম বালিকা হাইস্কুলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৬২টি স্কুলের মধ্যে ৬ হাজার ৮০০টি সোলার লাইট বিতরন করা হয়। এই সোলার লাইট বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার, জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ, জোলাইবাড়ী ব্লকের বি এ সি চেয়ারম্যান অশোক মগ, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শক দুলাল বিশ্বাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই সোলার লাইট বিতরনি অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান, দক্ষিন জেলার শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার। তিনি জানান, আগামী কিছুদিনের মধ্যে বিলোনীয়া ও সাব্রুম মহকুমায় এই সোলার লাইট বিতরন করা হবে। এরমধ্যে সাব্রুম মহকুমায় ১৭ হাজার ৭০ জনকে এই সোলার লাইট বিতরন করা হবে। অপরদিকে বিলোনিয়ায় প্রায় ১৯ হাজার ৫০০ সোলার লাইট বিতরন করা হবে। তিনি আশা ব্যক্ত করেন দূর্গাপূজার আগেই ছাত্র ছাত্রীরা সোলার লাইট পেয়ে যাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*