আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর ৷। ৫ই অক্টোবর ছিল শিক্ষক দিবস। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রয়াত হবার জন্য শিক্ষক দিবদের সময় গোটা দেশেই ছিল রাষ্ট্রীয় শোক। সেজন্য সেসময় শিক্ষক দিবস জাঁকজমাকভাবে উদযাপন করা হয়নি। তাই রবিবার রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উদযাপিত হয় শিক্ষক দিবস উদযাপন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা প্রমুখ। অনুষ্ঠানে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরস্কার ও ডঃ শ্যামাপ্রসাদ পুরস্কার প্রদান করা হয়।