টি এস আর পঞ্চম ব্যাটেলিয়ানের উদ্যোগে ইট ভাট্টার শ্রমিকদের বস্ত্র বিতরণ

IMG-20201021-WA0026আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২১ অক্টোবর ৷। শারদীয়া পুজোর প্রাক মুহুর্তে টি এস আর পঞ্চম ব্যাটেলিয়ানের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় বক্সনগর ব্লকের পুটিয়া পঞ্চায়েত এলাকার মা কালি ব্রিকস ইট ভাট্টায় বিহার থেকে আগত প্রায় দেড় শতাধিক শিশু,নারী-পুরুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন টি এস আর পঞ্চম ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট হরি কৃষ্ণ দেববর্মা, পঞ্চম ব্যাটেলিয়ানের নায়েক সুবেদার পিন্টু পাল, এলাকার প্রধান, উপ-প্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য প্রতিনিধিগণ। এদিনে্র বস্ত্র বিতরণ শেষে টি এস আর জনৈক আধিকারিক জানান, ত্রিপুরার বাহিরের রাজ্য গুলি থেকে প্রচুর গরিব লোক আসছে এখানে কাজ করার জন্যে। তাদের মধ্যে থেকে অনেকেরই পরনের মতো তেমন ভালো কোনো বস্ত্র নেই। তাই তাদের পঞ্চম ব্যাটেলিয়ানের পুটিয়া ক্যাম্পের সমস্ত টি এস আর-রা মিলে কিছুটা বস্ত্র প্রদানের মাধ্যমে এই গরীব শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপূজা উপলক্ষে। বস্ত্র পেয়ে দারুন খুশি ছোট ছোট শিশু ছেলে মেয়েরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*