বন্যহাতির তান্ডব থেকে রক্ষা পাওয়ার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

vlcsnap-error739আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ অক্টোবর ৷। বন্যহাতির তান্ডব থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই বিষয়ে সচেতনতামূলক কর্মশালা হয় তেলিয়ামুড়া মধ্য কৃষ্ণপুরে। বুধবার দুপুরে খোয়াই জেলা বনদপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের নিকট একটি মুক্তমঞ্চে বন্যহাতির আক্রমণ থেকে কিভাবে নিজেকে ও বাড়িঘরকে রক্ষা করা যায় সেই বিষয়ে সচেতনতা মূলক কর্মশালা করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন খোয়াই জেলা বনদপ্তরের ডি এফ ও ডক্টর নিরজ কুমার চঞ্চল। তাছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমার এস ডি এফ ও কৃষ্ণ গোপাল রায় সহ অন্যান্যরা। মধ্য কৃষ্ণপুর এলাকাটি বন্যহাতির বিচরণভূমি হিসেবে চিহ্নিত। এই বন্যহাতির তান্ডব থেকে কিভাবে নিজেকে ও বাড়ি ঘরকে সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে বনদপ্তরের আধিকারিকরা গ্রামবাসীদের প্রশিক্ষণ দেন। এই অনুষ্ঠানে গ্রামবাসীদের হাতে ড্রাগন লাইট, বাজি-পটকা, সহ হাতি তাড়ানোর অন্যান্য সামগ্রী দেওয়া হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*