স্পোর্টস ডেস্ক ।। বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াডে নাম নেই ডোয়াইন ব্রাভো এবং কিরণ পোলার্ডের’-এমন ঘোষণা দিলেন ওয়েস্টইন্ডিজের সাবেক লেগস্পিনার এবং ওয়েস্টইন্ডিজের প্লেয়ার্স এসোসিয়েশনের দীর্ঘদিন দায়িত্বে থাকা সাবেক সভাপতি দিনান্থ রামনারাইন।
ক্যারিবিয়ান সময় বৃহস্প্রতিবার বিকালে তিনি নিজ টুইটার একাউন্টে এমন বার্তা দেন। যে কিনা ওয়েস্টইন্ডিজের প্লেয়ার্স এসোসিয়েশনের ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলনে।
টুইটার বার্তায় বলা হয় ‘ব্রাভো-পোলার্ড ২০১৫ বিশ্বকাপে ওয়েস্টইন্ডিজ দল থেকে নিশ্চিত বাদ’।
ডব্লিউসিবির দল ঘোষণায় বিলম্ব এবং অন্দরে কী ঘটছে তা নিয়ে যখন নানা গুঞ্জন তৈরী হচ্ছিল, তখন টুইটার বার্তায় এই সংবাদ জানান রামনারাইন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি যে সংবাদ দিলেন, তার সূত্র কী?
তিনি বলেন, “সূত্র আমি প্রকাশ করব না। তবে সংবাদটা সত্য, তা আমি শতভাগ নিশ্চিত।”
রামনারাইনের এই বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য ইএসপিএন ক্রিকইনফোর পক্ষ থেকে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা এ ব্যাপারে কিছুই জানায়নি। তারা শুধু বলেছে, “এ বিষয়টি আমরা স্বীকারও করব না আবার অস্বীকারও করব না।”
কখন বিশ্বকাপের দল ঘোষণা করা হবে, সেটাও নিশ্চিত করতে পারেনি বোর্ড। শুধু জানিয়েছে, শুক্রবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টি২০ ম্যাচটি শেষ হোক আগে। এরপর বলা যাবে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে দল থেকে বাদ দেওয়া হয় ডোয়াইন ব্রাভো, কিরণ পোলার্ড এবং ড্যারেন স্যামিকে। তবে তিনজনই রয়েছেন, তিন ম্যাচের টি-২০ দলে।