সাগার দেব, তেলিয়ামুড়া, ২৫ ডিসেম্বর || গোটা দেশর বিভিন্ন রাজ্যের সাথে আমাদের রাজ্যেও প্রতিবছরের মতো এবছরও বড়দিন উপলক্ষে প্রভু যিশুর জন্ম অনুষ্ঠান পালন করা হয় তেলিয়ামুড়া মহুকুমার বিভিন্ন চার্চে। সেই সাথে তেলিয়ামুড়ার বড়মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন তুই চাকমা এলাকার ঐতিহ্যবাহী হাওয়াই বাড়ি বিলিভারস চার্চেও পালন করা হয় যিশুখ্রিস্টের জন্ম দিবস অর্থাৎ ক্রিসমাস ডে। প্রথমে প্রভু যীশু বাণী গুলি প্রার্থনা আকারে সমবেতভাবে গানের মাধ্যমে পরিবেশন করেন যুবক-যুবতীরা। পাস্তর রাজেশ দেববর্মা যীশু খ্রীষ্টের বাণী পরে শোনান এবং যিশুখ্রিস্টের উদ্দেশ্যে কেক কাটা হয়। সকাল থেকেই কচিকাঁচা শিশুরাও সেজেগুজে এই দিনটিকে পালন করার জন্য চার্চের মধ্যে প্রবেশ করেন। এদিন সবাই চার্চে উপস্থিত থেকে নিজেদের মঙ্গল কামনার্থে প্রার্থনা করেন।