লড়ি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৬ জন

IMG-20210114-WA0019আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী || ফের পথ দূর্ঘটনা। ঘটনা রাজধানীর আমতলী – খয়েরপুড় বাইপাসে। জানা যায়, বৃহস্পতিবার তীর্ঠমুখের মেলা থেকে ফেরার পথে যাত্রীবাহী মারতি ভ্যানের সাথে একটি লড়ির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় মারতি গাড়ির চালক সহ মোট ৬ জন। পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*