আগরতলা, ১০ জুলাই || ঝড়, ঝাপটা, দুঃখ আর আনন্দকে নিয়েই সময়ের পথ পাড়ি দিচ্ছে একটা সংসার, যেখানে পরিবারের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানে একটা সংসার ভাগ করে নেয় প্রতিটি প্রহর। একটা সংবাদ প্রতিষ্ঠানও আদতে একটা সংসারেরই ভিন্ন রুপ। যেখানে সংবাদ আর সাংবাদিকের সুচারু মেলবন্ধনে সংবাদ প্রতিষ্ঠান কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়।
স্বপ্নের সেই পথ চলায় হাঁটতে হাঁটতে “নিউজ আপডেট অব ত্রিপুরা” ( Newsupdateoftripura.com ) ১০ই জুলাই অজান্তেই দাঁড়িয়ে এমন এক মুহূর্তের যেখানে আদপেই গোটা ব্যাপারটা অনাস্বাদিত আর আনন্দঘন হাতছানির মতো। সময়কে পেছনে ফেলে “নিউজ আপডেট অব ত্রিপুরা” ঠিক এই মুহূর্তে যেখানে অবস্থান করছে, গাণিতিক হিসেবে “নিউজ আপডেট অব ত্রিপুরা” অষ্টম বছর অতিক্রান্ত করে শুভ পদার্পণ করেছে নবম বছরের আগামীর যাত্রাপথে।
“নিউজ আপডেট অব ত্রিপুরা” এর অষ্টম বছরের জন্মদিনে স্মৃতির পাতায় একটু পেছনে তাকাতেই ভেসে উঠেছে কিছু মুহূর্ত আর কিছু মানুষের প্রতিচ্ছবি, যাঁদের অকৃপণ স্নেহ মমতা আর ভালোবাসায় কৃতজ্ঞ “নিউজ আপডেট অব ত্রিপুরা”। সংবাদে সংবাদেই মানুষের সঙ্গে আত্মীয়তা “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র।
১০ই জুলাই, ২০২০ (শনিবার) অষ্টম বছরের জন্মদিনে “নিউজ আপডেট অব ত্রিপুর” রাজ্যের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে। “নিউজ আপডেট অব ত্রিপুরা” বিশ্বাস করে তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে পাশে – আগামীর যাত্রায়।