আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগষ্ট || রাজ্যের বিশিষ্ট সমাজসেবী কল্যাণী দে’র নামে বনমালীপুরের একটি লেনের নামকরণ করা হয় রবিবার। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তাটির নামকরণে ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর জায়া নীতি দেব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, কল্যাণী দে ফাউন্ডেশনের চেয়ারম্যান, স্যন্দন পত্রিকা সম্পাদক সুবল কুমার দে প্রমুখ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, নিজের কর্মজীবনে জনকল্যানমূলক নানান সামাজিক কাজের মধ্য দিয়ে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে মানুষের হৃদয়ে ছাপ রেখে গেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কল্যাণী নামের মধ্যেই “কল্যাণ” শব্দটি নিহিত রয়েছে। শিক্ষা, সমাজজীবন, মানব সেবা, সবেতেই উল্লেখযোগ্য অবদানের জন্য সবার স্মৃতিতে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি রাজনৈতিক জীবনেও এলাকার সার্বিক বিকাশে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। কল্যাণী দে ফাউন্ডেশন মানব সেবায় আগামীদিনে আরও উল্লেখযোগ্য অবদানের ছাপ রাখবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন।