আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগষ্ট || গোটা দেশের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে ৭৫তম স্বাধীনতা দিবস। রাজ্যে স্বাধীনতা দিবস পালনের মূল অনুষ্ঠান আয়োজিত হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আসাম রাইফেলস ময়দানকে নান্দনিক সৌন্দর্য্যে সজ্জিত করে তোলা হয়। সেখানে সকালে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠনের সূচনা করেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তারপরই বিউগলের সুরে বেজে উঠে ‘জন গণ মন অধিনায়ক জয় হে’-র সুর।
আসাম রাইফেলস ময়দানে প্রথাগত কুচকাওয়াজের অভিভাদন গ্রহন করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সুসজ্জিত প্যারেডের ১০টি দলের ছন্দোবদ্ধ প্যারেডের সালামী গ্রহন করেন মূখ্যমন্ত্রী। প্যারেডের তালে তালে ছন্দায়িত হয়েছে আসাম রাইফেলস ময়দানে উপস্থিত স্বাধীনতাকামী উৎসাহী জনতার। প্রধান অতিথির ভাষণে রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যের সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।