আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগষ্ট || ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। এবার ত্রিপুরায় দুস্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হলেন সাংসদ দোলা সেন ও অপরুপা পোদ্দার। রবিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বেতাগাঁয় এলাকায় আক্রান্ত হলেন ২ তৃণমূল সাংসদ। জানা যায়, তৃণমূল সাংসদের গাড়ি ভাংচুর করা হয়। অভিযোগ, দোলা সেনের আত্মসহায়ক জাকিরের মাথা ফেটেছে। সাংসদ অপরুপা পোদ্দারের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। জানা যায়, দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুমে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে এই হামলা।
এই হামলার সঙ্গে কোনও যোগ সাজস নেই বলে দাবি করে বিজেপি। গোটা এলাকায় পরিস্থিতি খুব উত্তপ্ত। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও টিএসআর জওয়ান।
পরে বিকেলে আক্রান্ত তৃণমূল সাংসদ দোলা সেন, অপরুপা পোদ্দার এবং অন্যান্য তৃণমূলের কর্মীদের নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে।
এরপরি রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেন, অপরুপা পোদ্দার, আত্মসহায়ক জাকির উন্নত চিকিৎসার জন্য কলকাতায় ফিরে যান।