বিরোধীদলের ডেপুটেশনকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১০ সেপ্টেম্বর || বিরোধীদলের ডেপুটেশনকে কেন্দ্র করে জেলা ডেপুটি এসপি রনধীর দেববর্মার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠলো বক্সনগরে। উল্লেখ্য, শুক্রবার বিকেলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলমচৌড়া থানায় চার দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন সংগঠিত করে সিপিআই(এম) বক্সনগর অঞ্চল কমিটি।
এই দিনের এই ডেপুটেশনকে কেন্দ্র করে প্রশাসনের ব‍্যপক প্রস্তুতি লক্ষ‍্য করা গেছে। জেলার ডেপুটি এসপি’র নেতৃত্বে বিশাল পুলিশ টিএসআর এবং সিআরপিএফ এনে বামেদের মিছিল আটকে দেওয়া হয় বলে অভিযোগ। প্রথমে মিছিলটি কলমচৌড়া থানার সামনে দিয়ে বক্সনগর বাজার পরিক্রমা করতে গেলে ডেপুটি এসপি রনধীর দেববর্মার নেতৃত্বে পুলিশ টিএসআর এবং সিআরপিএফ নিয়ে বাঁধা প্রদান করা হয় বলে অভিযোগ। পরবর্তী সময়ে নেতৃত্বদেরকে বলে তাদের চার দফা দাবি নিয়ে কলমচৌড়া থানায় যাওয়ার জন্য নেতৃত্ব দেয়ার অনুমতি দিলেও সেখানে বিদ্যুৎ না থাকায় এডিশনাল এসপি বাবু বলেন, বাহিরে থেকেই তাদের ডেপুটেশন নেওয়া হবে। সেই অনুযায়ী নেতৃত্বরা মেনে নিলেও তাদের অভিযোগ সেখানে তাদেরকে চেয়ারে না বসতে দিয়ে অসন্মান করা হয়েছে। এই নিয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বিরোধী নেতৃত্বরা বলেন, তারা বিরোধীদলের কর্মী সমর্থক বলে উপযুক্ত সম্মানের সাথে তাদের ডেপুটেশন গ্রহণ করা হয়নি। তাদেরকে বসার জন্য কোন রকমের চেয়ার-টেবিল দেওয়া হয়নি। এমনকি জলের ব্যবস্থা করা হয়নি।
এই দিন ডেপুটেশনকালে ছিলেন সিপিআইএম সোনামুড়া বিভাগীয় সদস্য খুরশেদের রহমান, মুখলেসুর রহমান, ফরহাদ রানা, মোহাম্মদ সেলিম সহ অন‍্যান‍্যরা। ডেপুটেশন শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংবাদিকদের ক‍্যামেরার সামনে খুরশেদের রহমান জানান, প্রশাসনের একজন উচ্চ পর্যায়ের আধিকারিক হয়ে বিরোধীদলের প্রতি এমন বৈষম্য মূলক আচরণ চরম নিন্দনীয়। যেটা অগণতান্ত্রিক বলে নেতৃত্বরা ব্যক্ত করেন। এমনকি তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেনি বলে প্রতিনিধি দলের তরফে অভিযোগ করা হয়।
তবে ডেপুটেশনের মধ‍্যে উল্লেখিত দাবি-দাওয়া গুলো হল, শাসক দল কর্তৃক বক্সনগর এবং রহিমপুর সিপিএমের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় যুক্ত থাকা দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, বক্সনগরে বামেদের টি.এম.এস.ইউ অফিস শাসক দল কর্তৃক জবরদখল থেকে মুক্ত করতে হবে,
বিরোধী দলের কর্মী-সমর্থকদের অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা চলবেনা, পুলিশ অফিসারদের সম্পূর্ণভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
তবে ডেপুটেশনের কপি হাতে নিয়ে উল্লেখিত দাবি গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহনের আশ্বাস দেন জেলার ডেপুটি এস পি রনধীর দেববর্মা। তার সাথে এদিন বিজেপি দল ছেড়ে ৬ পরিবারের ২০ জন ভোটার সিপিআই(এম) দলে যোগদান করেন। তাদের সকলেকে দলীয় পতাকা দিয়ে বরন করেন বিধায়ক সহিদ চৌধুরী ও সামসুল হক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*