আপডেট প্রতিনিধি, খোয়াই, ১০ সেপ্টেম্বর || গত ৮ই সেপ্টেম্বর আগরতলা ও উদয়পুর দুস্কৃতিকারীদের দ্ধারা সংবাদ ভবন এবং সাংবাদিক আক্রমনের ঘটনার প্রতিবাদে ত্রিপুরা এসেম্বলি অব জার্নালিস্ট খোয়াই জেলা কমিটি রাজ্যের পুলিশের মহানির্দেশকের বরাবরে খোয়াই জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করেন। শুক্রবার দুপুর একটায় সংগঠনের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল খোয়াই জেলার পুলিশ সুপার ড: কিরণ কুমারের সাথে দেখা করে ডিজিপি’র উদ্দেশ্যে স্মারক লিপি তুলে দেন। ত্রিপুরা এসেম্বলি অব জার্নালিস্ট মনে করে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর আক্রমণ করে দেশের ও রাজ্যের গনতন্ত্রকে ভেঙে দেওয়ার সামিল বলে জানায় তারা। গত ৮ই সেপ্টেম্বর যার এই ন্যক্কারজনক ঘটনা সংঘঠিত করেছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তর এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয় এদিন। ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন সভাপতি অসিত বরণ ঘোষ, সম্পাদক বিমলেন্দু দাস, মানিক সরকার, মানস ভট্টাচার্য্য, অর্নব ঠাকুর সিনহা, প্রীতম দেব প্রমুখ।