প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বক্সনগর যুব মোর্চার উদ্যোগে মেগা রক্তদান শিবির

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৯ সেপ্টেম্বর || ২০-বক্সনগর যুব মোর্চার উদ্যোগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন উপলক্ষে রাজ্যের প্রত্যেকটি মহাকুমা চলছে সেবা সপ্তাহ। আর তারই অঙ্গ হিসেবে বুধবার সকাল থেকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে বক্সনগর যুব মোর্চার উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণাংশের বিজেপি সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সিপাহীজলা জেলার যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ ঘোষ, বক্সনগর মন্ডল সভাপতি সুভাষ সাহা, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার সিং ও বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, বক্সনগর মন্ডল যুব মোর্চার সভাপতি জিমুল হক সহ আরো অনেকে। এই দিনে রক্তদান শিবিরে যুবকরা উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে ৭৩ জন রক্ত দান করেছেন। রক্তদানে জিবি ব্লাড ব্যাংকের চিকিৎসকরা উপস্থিত থেকে রক্ত সংগ্রহ করেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি’র কর্মকর্তারা রক্ত দানের মতো মহৎ কাজ করে তার জন্মদিন পালন করেন। তবে এদিন পুরুষের সাথে সাথে মহিলারাও রক্ত দান করেন। এই দিনে রক্তদানে দেখা যায় ৩৫ বছরের রাকিবা আক্তার নামের এক মহিলা আজ পর্যন্ত ১৬ বার রক্ত দান করেন। তিনি রক্ত দিয়ে রাজ্যের সকল মহিলাদের রক্তদানে উৎসাহিত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*