বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ অক্টোবর || সোমবার শান্তিরবাজার জেলা হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস উৎযাপন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বিগতদিনে যেসকল ক্লাব, সামাজিক সংস্থা ও যেসকল লোকজন নিজের থেকে জেলা হাসপাতালে রক্তদানে এগিয়ে এসেছে তাদেরকে হাসাপাতালের চিকিৎসকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা হাসাপাতালের চিকিৎসকদের পাশাপাশি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থার সদস্যরাও অংশগ্রহণ করে। এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে অনুষ্ঠানের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন জেলা হাসাপাতালের এমএস জে এস রিয়াং।
একদিনের অনুষ্ঠানে আগত বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার সদস্যরা রক্তদান করতে গিয়ে উনাদের বিভন্ন অভিজ্ঞতার কথা জনসন্মুখে তুলে ধরেন।