ক্রমাগত বণ্য হাতির আক্রমনে আতংকে তেলিয়ামুড়ার বিস্তীর্ণ এলাকা

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ ডিসেম্বর || তেলিয়ামুড়া মহকুমাধীন বিস্তীর্ণ এলাকায় হাতির সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে মুঙ্গিয়াকামী থানাধীন কৃষ্ণপুর, চাকমাঘাট ডিএম কলোনি সহ বেশ কিছু এলাকায় কিছুদিন পরপরই হাতির আক্রমণের ঘটনাগুলো সামনে আসছে।
বেশ কিছুদিন পর পর বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ প্রতিরোধের জন্য স্থানীয় এলাকাবাসীরা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করছেন, কখনো আন্দোলনে নামছেন কখনোবা পথ অবরোধ করছেন, কখনোবা সম্মিলিতভাবে মহকুমা শাসকের কাছে দাবী জানাতে আসছেন কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। যদিও ঘটনা সাম্প্রতিক সময়ে প্রশাসন থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কিন্তু এরপরেও হাতির সমস্যায় জেরবার বিভিন্ন এলাকার মানুষ।
এরকমই একটা খবর তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার ঠাকুরচান বৈশ্য পাড়ায়। প্রায় প্রতিদিনই বন্যহাতির আক্রমণে সাধারণ জনজীবনে নানা প্রকার সমস্যা তৈরি হচ্ছে। গত দু-তিন দিন ধরে পরপর রাতের আধারে হাতির আক্রমণের ঘটনা ঘটছে সংশ্লিষ্ট এলাকায়। ধান সহ নানান ধরনের কৃষিজাত সামগ্রীর খেতে হাতির আক্রমণের পর এবার গৃহস্থের বাড়িঘরেও আক্রমণের ঘটনা সংঘটিত হচ্ছে। হাতির আক্রমনে নিঃস্ব হয়ে যাচ্ছে সাধারণ গরিব অংশের মানুষরা। সবাই পরিত্রান চাইছেন। চাইছেন সরকার এবং বন দপ্তর কার্যকরী ভূমিকা গ্রহণ করুক যাতে করে হাতির আক্রমণ থেকে রক্ষা পায় সংশ্লিষ্ট এলাকা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*