আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর || দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো রাজ্যের অগণিত ফুটবলপ্রেমী ও ফুটবলারদের। বুধবার দুপুরে উমাকান্ত মাঠে ঘরোয়া “রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্ট”-এর উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন ফরোয়ার্ড ক্লাব এবং রামকৃষ্ণ ক্লাবের ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় “রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্টের”। দেশ বিদেশের ফুটবলারদের সমাগমে জমে উঠবে রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্ট।
এদিন রাজ্যের তথ্য ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আমাদের প্রতিবেশী
মিজোরাম ও মণিপুর থেকে আগত ফুটবলারদের পাশাপাশি স্থানীয় ফুটবলাররাও মুখিয়ে রয়েছে মরশুমের প্রথম ট্রফিতে লড়াই করার জন্যে। সব মিলিয়ে বিভিন্ন দলের লড়াইয়ে এবার অন্যমাত্রা পেতে পারে রাখাল শিল্ড বলে জানান তিনি।
তিনি বলেন, আমার বিশ্বাস প্রতিটি রোমহর্ষক ম্যাচ উপভোগ করার জন্য এবং লড়াইয়ের শেষটা কি হয় তা জানার জন্যে ফুটবল প্রেমী দর্শকেরা এবার অবশ্যই উমাকান্ত মাঠমুখী হবেন। করোনা অতিমারির ঝটকা কাটিয়ে উমাকান্ত ময়দানে ফুটবল ফিরে আসার পর এটাই বড় টুর্নামেন্ট। তাই ফুটবল প্রেমীদের আশা-প্রত্যাশাকে সম্মান জানিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলো ভালো লড়াইয়ের মাধ্যমে সকলের চিত্তজয় করবেন বলে উল্লেখ করেন তিনি।
এদিনের টুর্নামেন্ট ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিতি ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, সম্পাদক প্রণব সরকার প্রমুখ।