আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর || আগামী ৪ঠা জানুয়ারি, ২০২২’তে উদ্বোধন হতে যাচ্ছে আগরতলাস্থিত মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের। এই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের উদ্বোধন করতে ঐ দিনই রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনার হাত ধরেই উদ্বোধন হবে নতুন টার্মিনাল ভবনের। পাশাপাশি এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যবাসীর উদ্দ্যেশ্যে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশাল ঐতিহাসিক জনসভা।
প্রধানমন্ত্রীর জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে প্রাক প্রস্তুতি হিসেবে বুধবার বিকেলে স্বামী বিবেকানন্দ ময়দানে মঞ্চ নির্মাণ-সজ্জা সহ অন্যান্য আনুসঙ্গিক বিষয় সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বিবেকানন্দ ময়দান পরিদর্শনকালে তথ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান টিংকু রায়, ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ।