আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || বুধবার রাতে দুর্গা চৌমূহনী এলাকায় এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে বিশাল ঋষি দাস নামে এক যুবক। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে প্রথমে আই জি এম হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ার কারণ সেখান থেকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। জি বি হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিজয় দাস নামে ২০ বছরের যুবক। এই ঘটনায় অভিযুক্ত যুবক বিশাল ঋষি দাসকে স্থানীয়রা উত্তম-মধ্যম দিয়েছিল। যার ফলে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সে। পরিবারের তরফ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানান।