আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই || ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং ত্রিপুরা এনভিস হাব ক্ষতিকারক এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী ব্যবহারের সচেতনতা বৃদ্ধি করতে শুক্রবার এক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে ৩৭টি স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন রাজ্যে পলিথিন ব্যাগ, প্লাস্টিক ও থার্মোকলের কাটলারি, প্লাস্টিকের স্ট্র, প্লাস্টিকের পতাকা ও ফেস্টুন ব্যবহার না করার উপর জোড় প্রদান করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক বি কে আগরওয়াল, পর্ষদের সদস্য সচিব ডঃ বিশু কর্মকার, পর্ষদের নির্বাহী প্রকৌশলী মানস মুখার্জি, সহকারী পরিবেশ প্রকৌশলী অপরাজিতা দাস, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সেক্রেটারি আই এ এস ডঃ পি কে চক্রবর্তী, অধিকর্তা অনিমেষ দাস, সদর মহকুমা শাসক অসীম সাহা প্রমুখ।