উপরে আকাশের ম্লান মুখ, নীচে মানুষের মৌন মিছিল – শেষ বিদায় আপোষহীন জননেতার

Anil2দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১১ ফেব্রুয়ারী ।। বিয়োগের অংকে আপামর মানুষের অকৃত্রিম যোগদানে রাজ্যের মাটিতে সৃষ্টি হল যোগ অংকের নতুন ইতিহাস। জীবনের সঙ্গে দীর্ঘ লড়াই আগেই শেষ হয়েছিল – মৃত্যু মানেই শোক পরবর্তীতে মানুষের মুখে মুখে বিগত কয়েকদিন একটা নামের প্রতিধ্বনি শোনা গেছে – তিনি হচ্ছেন প্রয়াত জননেতা অনিল সরকার।
নশ্বর দেহে শ্রদ্ধার পুস্পাঞ্জলী দিতে Anil6মানুষের এমন দৃশ্যে প্রমানিত হয়েছে – জনমানসে প্রয়াত মানুষটার সর্বব্যাপী অদৃশ্য প্রভাব ছিল। মানুষের মৃত্যুতে শ্রদ্ধার নিদর্শনে সব রাজনীতি যেমন এক হয়ে গিয়েছিল, তেমনি মৌন মিছিল রুপ নিয়েছিল মানব প্লাবনে। দলীয় ভাবে প্রয়াত জননেতা অনিল সরকারের শেষ বিদায়ের অনুষ্ঠান পর্ব আগেই ঘোষনা করা হয়েছিল – মেলারমাঠের দখল নিয়েছিল মানুষ, অদ্ভুৎ এক নিস্তব্দতা Anil5ছিল শহরজুড়ে।
শোকের আবহে আকাশেরয় ছিল ম্লান মুখ, নীচে ৭৬টি অর্ধনমিত লাল নিশান হাতে CPI(M) কর্মীদের মৌন মিছিলের সঙ্গে মানুষের ঢল যখন রাজপথ পাড়ি দিয়েছে শেষ গন্তব্যের পথে তখন পথের দু’ধারে দেখা গেছে কেউ চোখ মুছছেন, কেউ করজোড়ে নির্মীলিত চোখে প্রনাম জানাচ্ছেন জনমানসের জনবন্দিত জননেতাকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*