পর্যটন দিবসকে সামনে রেখে বাইসাইকেল র্যালি Posted on September 23, 2022 by santanu99 — No Comments ↓ আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || পর্যটন দিবসকে সামনে রেখে এক বাইসাইকেল র্যালির আয়োজন করা হয় শুক্রবার। এদিন রাজধানীর উজ্জয়ন্ত প্যালেস এর সামনে থেকে বাইসাইকেল র্যালিটি শুরু হয়। জানা যায়, র্যালিটি উদয়পুর মাতাবাড়িতে গিয়ে শেষ হবে।