জাতীয় ডেস্ক ।। অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালে পরাজয়ের পরপরই ক্ষুব্ধ হয়ে কানপুরের রাস্তায় টেলিভিশন সেট ভাংচুর করেছেন ক্ষুব্ধ সমর্থকেরা।
এদিকে, রোঞ্চিতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাড়িতে মোতায়ান করা হয়েছে নিরাপত্তা বাহিনী। ক্ষুদ্ধ সমর্থকরা যেন সেখানে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করতে না পারে সে কারণেই এই ধোনির বাড়ির সামনে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এএনআই নিউজি এক টুইটার বার্তায় জানিয়েছে, সেমিফাইনালে ভারতের হারের সম্ভবনা জেগে উঠার পর পরই হামলার আশঙ্কায় ধোনির বাড়িতে কঠোর নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছে।