শিশু বয়সেই বিশেষ গুনের অধিকারী রাজদ্বীপ

সাগর দেব, তেলিয়ামুড়া, ২০ সেপ্টেম্বর || শিশু বয়সেই বিশেষ গুনের অধিকারী তেলিয়ামুড়া মহকুমার ব্রম্মছড়া এলাকার বাসিন্দা সুধীর চৌধুরীর ছেলে রাজদ্বীপ চৌধুরী। উপযুক্ত সুযোগের অভাবে নিজের প্রতিভাকে তুলে ধরতে পারছে না। তার মধ্যে একদিকে যেমন গান গাওয়ার দক্ষতা রয়েছে এর পাশাপাশি কিবোর্ড বাজানোতেও সাবলিল সে। মাত্র ৫ বছর বয়সেই কিবোর্ড বাজিয়ে হিন্দি সিনেমার কর্মা ছবির বিখ্যাত গান ‘দিল দিয়া হে জান ভি দেংগে’ বাজিয়ে তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন স্টেজে তাক লাগিয়ে দেয়। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন অনুষ্ঠানে তাকে কিবোর্ড বাজানোর সুযোগও করে দেওয়া হয়। তার পর থেকে তার অনুশীলন আরও বেড়ে যায়। মানুষের প্রশংসা তাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাতে থাকে। এখন সে ষষ্ট শ্রেণীর ছাত্র। পড়াশোনার পাশাপাশি রীতিমতো নিজেকে মেলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাবা সামান্ন বাইক মেকেনিক, তাকে উপযুক্ত প্রশিক্ষণের পাশাপাশি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে নিয়ে যেতে পারেনা সব সময়। রাজ্যের মন্ত্রির বিধানসভা এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে সহযোগিতার আশা রাখাটা একেবারে অস্বাভাবিক কিছু না। আশাও করেন, কিন্তু এখন পর্যন্ত ২৯-কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার তরফে কোন ধরনের সহযোগিতা পায় নি রাজদ্বীপ। এমনটাই জানলেন রাজদ্বীপের বাবা সুধীর চৌধুরী। তিনি আশা রাখছেন মন্ত্রী বাহাদুরের সাহায্যের হাত ধরে আগামীদিনে রাজদ্বীপ রাজ্যের দরবারে একজন ভাল শিল্পী হয়ে উঠতে সক্ষম হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*