দুটি পৃথক যোগদান সভায় মুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপি’তে যোগ দিল ১,১৯৬ জন ভোটার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর || বিরোধী দলগুলো ত্যাগ করে শাসক দল পদ্ম শিবিরে যোগ দেওয়া অব্যাহত রয়েছে। মঙ্গলবার ৩৪-রাজনগর মন্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা এবং যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন এই কার্য্যক্রমে ২০৩ পরিবারের প্রায় ৭০০ জন বিরোধী ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগাদান করেন।
পাশাপাশি এদিন ঋষ্যমুখ মন্ডলের ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা এবং পদাধিকারীদের নিয়ে মতাইয়ের মোহিনী স্মৃতি ভবনে একটি সাংগঠনিক কার্য্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্য্যক্রমে ১৫৭ পরিবারের ৪৯৬ জন ভোটার বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকাতলে সামিল হয়। দলে আগত সকলকে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির প্রতি দেশের জনগণের আস্থা এবং বিশ্বাস ক্রমাগত বেড়েই চলেছে এবং এর প্রতিফলন দেখা যাচ্ছে ত্রিপুরার প্রতিটি প্রান্তেও।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*