দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২২ এপ্রিল ।। শিক্ষা জীবনের স্বপ্ন পূরনের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পড়ুয়াদের নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিভিন্ন পর্বের এই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় বসতে গেলে শিক্ষার্থীদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হয়।
বুধবার, ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (TBJEE) প্রথম দিনে ফিজিক্স ও রসায়ন বিষয়ের পরীক্ষা হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মহিলা কলেজে প্রথম দিনে ৮১৪ জন পরীক্ষা দিয়েছেন। হলের ভেতরে যখন প্রশ্নের উত্তর দিতে নিমগ্ন ছিলেন তখন অভিভাবক অভিভাবীকাদের উদ্বিগ্ন সময় কাটাতে দেখা গেছে পরীক্ষা কেন্দ্রের বাইরে। বৃহস্পতিবার TBJEE-র অংক এবং বায়োলজী পরীক্ষার সূচী রয়েছে।