প্রতিবেশী দেশ চিনের সোশ্যাল মিডিয়া ‘ওয়েইবো’-তে নিজের প্রোফাইল খুললেন মোদী

modiজাতীয় ডেস্ক ।। সোশ্যাল মিডিয়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবাধ বিচরণ সবারই জানা। টুইটার, ফেসবুকে তাঁর জনপ্রিয়তা উর্দ্ধমুখী। এবার প্রতিবেশী দেশ চিনের সঙ্গে যোগাযোগ আরও গভীর করতে, সে দেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ওয়েইবো’-তে নিজের প্রোফাইল খুললেন মোদী। 
এই প্রথম চিনের কোনও সোশ্যাল মিডিয়াতে পা রাখলেন ভারতেরর এক রাজনীতিবিদ।
”হ্যালো চিন! চিনা বন্ধুদের সঙ্গে কথোপকথনের জন্য অধীর অপেক্ষায় থাকলাম।” ‘ওয়েইবো’-তে নিজের প্রথম পোস্টে লিখেছেন মোদী।
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই, গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পরে, তাঁর সক্রিয়তা বেড়েছে হাজারগুণ। সরকার ও নিজের লাগাতার খবরে সর্বতা আপডেট থাকে মোদীর প্রোফাইল। নিজের প্রোফাইলে ইনফো-গ্রাফিকস ও ভিডিও লাগাতার শেয়ার করেন তিনি।
প্রধানমন্ত্রীর দফতরও সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়ার অবিচ্ছেদ্য অংশ সক্রিয়তা। ডিজিটাল ইন্ডিয়ায় সরকার চালনা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে বর্তমানে টেকনোলজি এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।
দ্বিপাক্ষিক সাক্ষাতের অংশ হিসেবে এই মাসের শেষেই চিন যাওয়ার কথা মোদীর। ২০১৪ সালের সেপ্টেম্বরে ভারতে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং।
এর আগে অবশ্য গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১১ সালে চিন সফরে গিয়ে ছিলেন মোদী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*