জাতীয় ডেস্ক ।। ভাষণ শেষে হাততালি দিতে নিষেধ করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ। তার যুক্তি, আপনারা ইউনিফর্ম পরে রয়েছেন, তাই হাততালি নয়। দেশের একটি গণমাধ্যমে এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।
মঙ্গলবার সেনাবাহিনীর এক অনু্ষ্ঠানে তার ভাষণ শেষ হওয়ার পর হাততালির ঝড় ওঠে। সেনাপ্রধান তখন বলেন, আমার ভাষণ শেষ হলে দয়া করে হাততালি দেবেন না। এবার থেকে ইউনিফর্ম পরা অবস্থায় হাততালি না দেয়ার রীতি আমরা যেন মেনে চলি।
ভাষণের শুরুতেই যে এটা বলে দিতে ভুলে গিয়েছিলেন সেটাও বলেন তিনি।
গত মাসে সেনা কমান্ডারদের এক কনফারেন্সে তার ভাষণের পর প্রতিরক্ষামন্ত্রী পর্রিকর বলেন, তার ধারণা, কারো বক্তব্য শেষ হলে ইউনিফর্ম পরা থাকলে হাততালি দেয়া যায় না। সেই প্রসঙ্গ তোলেন সেনাপ্রধান।