বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ সেপ্টেম্বর || বিগত বাম আমল উন্নয়নের দিকে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র অনেকটা পিছিয়ে ছিলো। বর্তমান সময়ে জোলাইবাড়ী বিধানাসভা কেন্দ্রে পরিবর্তনের পর এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়িতিয়া জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। নির্বাচনের পূর্বে তিনি যে সকল পতিশ্রুতি দিয়েছিলেন, সবকয়টি পতিশ্রুতি পালন করছেন। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে নির্বাচনে দেওয়া পতিশ্রুতির বাইরেও অনেক কাজ করে যাচ্ছে মন্ত্রী।
এরইমধ্যে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার উদ্দ্যোগে জোলাইবাড়ী ব্লকে স্ব-সহায়ক দলের জন্য ওয়ার্কিং সেডঘর নির্মান করা হয়। এম জি এন রেগার ফান্ড থেকে ২৪ লক্ষ ৬৮ হাজার টাকা ব্যায় করে এই সেডঘরটি নির্মান করা হয়। কাজের দায়িত্ব দেওয়া হয় ব্লকের ইঞ্জিনিয়ার কৃষ্ণ কুমার দাসকে। কাজের দায়িত্ব পাওয়া ইঞ্জিনিয়ার গুনগতমান বাজায় রেখে সেডঘরটি নির্মান করেছে। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের এইধরনের উন্নয়নমূলক কর্মসূচীর জন্য মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও ইঞ্জিনিয়ার কৃষ্ণ কুমার দাসকে সকলে ধন্যবাদ জানিয়েছেন।