আন্তর্জাতিক ডেস্ক ।। মাকড়সা বৃষ্টি! গল্প শোনালেও সত্যি। লক্ষ লক্ষ মাকড়সা ও জালে ছেয়ে গেছে অস্ট্রেলিয়ার দক্ষিণ টেবলল্যান্ডসের আকাশ। সেখানকার স্থানীয় বাসিন্দারা অবাক হলেও বিজ্ঞানীরা মোটেই কৌতূহলী নন এই ঘটনায়। তাঁরা মনে করছেন এমন অভূতপূর্ব ঘটনা এর আগেও দেখা গেছে।
আকাশ থেকে লক্ষ লক্ষ মাকড়সা ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এমন ঘটনায় উত্তেজনায় ছড়িয়েছে টেবলল্যান্ডস সহ বিভিন্ন এলাকায়। সেখানকার স্থানীয় বাসিন্দা ইয়ান ওয়াটসন জানান, “আকাশ থেকে হাজার হাজার মাকড়সা জাল বেয়ে নিচে নেমে আসছে। মাত্র দশ মিনিটেই আমার বাড়ির চারপাশ মাকড়সার জালে ছেয়ে যায়।”